নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

খাজা রাশেদ, লালমনিরহাট।। দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ ওই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লালমনিরহাট শহরের মিশনমোড় চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে একুশে পদকপ্রাপ্ত আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের আহবান জানান।

পাঠকমেলা লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ও আমার দেশ লালমনিরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক হাসান উল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক মোঃ লাভলু শেখ, সাপ্তাহিক লালমনির কন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান জিএস বাবু।

আরো বক্তব্য রাখেন নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজ , মাই টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু,সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম, পাঠকমেলার সভাপতি ও ,ফুলবাড়ী কলেজের প্রভাষক হারুন অর রশিদ, এনজিও কর্মকর্তা আমিনুল হক ও পলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com