সময়ের উলটোরথে
মোঃ বদরুল ইসলাম
তোমাকে দেখলেই আজকাল স্বপ্নচারী হই,
তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে ভীষণ-
মন বলে সমস্ত বাধার প্রাচীর ভেঙে
ছিনিয়ে আনি তোমাকে।
অথচ সময়ের স্রোতে ভেসেছে কত সহজেই
কই আমার জন্য তো অপেক্ষা করোনি !
আমার দু’চোখ দেখে একসময়
সমুদ্রের ছবি আঁকতে –
এখন শঙ্খের করুণ ধ্বনি কানে শোনো না।
প্রাত্যহিক জীবনবিন্যাসে তোমাকে খুঁজি,
রাত অবধি তোমার নামে মালা গাঁথি,
হৃদয় দিয়ে অনুভব করি তোমাকে প্রতিনিয়ত
বলি, ভালোবাসি ! ভীষণ ভালোবাসি –
আর এখন নির্জনে পার্কে বসে ঘন্টার পর ঘন্টা
পাশে বসা যুবকের চোখে চেয়ে
বিহ্বল হয়ে পড়েছো,
আবেগ জড়ানো গাঢ়কণ্ঠে বলেছো,ভালোবাসি।
কই, আমাকে তো বলোনি !
জানোনি, জানার চেষ্টাও করোনি কখনো –
তোমার আশায় একটি হৃদয় কীভাবে
অপেক্ষায় কাটালো জীবন।
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/বিশেষ-দিন/
আপনার মন্তব্য লিখুন