চাই না শুধু
নীলিমা শীল
গোরু পাললে বকনা চাই;
দুধ,গোস্ত,প্রজন্মও পাই।
হাঁস পুষে হাঁসি চাই ;
ডিম, মাংস, বাচ্চাও পাই।
মুরগী পেলে মুরগী চাই;
উদ্দেশ্য কিন্তু একই ভাই।
কবুতর লালনে কবুতরি চাই;
মাংস ,বাচ্চা ,ডিমও খাই।
ছাগল পেলে ছাগী যে চাই;
চাওয়া কিন্তু একই ভাই,
ভদ্রলোক তো,কথার নড়চড় নাই।
কোয়েল পুষলেও কোয়েলী চাই,
ডিম বাচ্চা দুটোই পাই,
দোয়েল-ময়না-টিয়াও তাই।
চিড়িয়াখানায়ও মেয়ে চাই; বিরল প্রাণির বংশ চাই ।
সুন্দরবনে বাঘিও চাই, সিংহিও চাই;সংখ্যা কমে যাচ্ছে তাই।
কচ্ছপেরও কচ্ছপি চাই;
জীববৈচিত্র্য দরকারি তাই।
শুধু জনগণ আর কুকুরের সংখ্যা অগণিত ভাই, জন্মনিয়ন্ত্রণ করো তাই;কে
বল ছেলে আর সারমেয় চাই!!
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/শীত/
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/ফেলে-আসা/
আপনার মন্তব্য লিখুন