ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে: শিক্ষা মন্ত্রী!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১২, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের এখন পর্যন্ত যে সময় দেয়া আছে সেটি হলো- ৩০ মার্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে খোলা হবে ২৪ মে। আমরা বরাবরের মতো এখনো প্রতিনিয়ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেয়া হবে। কাজেই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন মার্চে আমাদের করোনা শুরু হয়েছিল। এর পর সংক্রমণ বেড়েছে।

ডা. দীপু মনি বলেন, দেশে করোনা ভ্যাকসিন আশার পর সবার মধ্যে একটু স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা দেখা গিয়েছিল। এখন যেহেতু আবার করোনা সংক্রমণ উর্ধ্বমুখী দেখা যাচ্ছে আশা করছি সবাই আবার সচেতন হয়ে চলবেন। করোনা সংক্রমণ যদি এমন উর্ধ্বমুখীই থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। করোনা মোকাবেলায় জাতীয় পরামর্শক কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হলে সেটি সবাইকে জানিয়ে দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন