ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী, নিরাপত্তায় ২ চকিদার নিয়োগ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১২, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

জান্নাতুল ফেরদৌস সীমা, রাজশাহী।। প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা। আর তার নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে দুজন চকিদার। রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘অনশন করা ওই কলেজছাত্রীকে পাহারায় দুজন চৌকিদার নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে ছেলে ও তার পরিবারে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

এর আগে গত বুধবার থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী। অনশনের পর প্রেমিক আবদুল্লার বাড়ির সব ঘরের দরজা এমনকি বাথরুমও তালাবদ্ধ। পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে গেছে বলে অভিযোগ ওই কলেজছাত্রীর।

জানা যায়, ৬ মাস আগে কলেজপড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে আবদুল্লার প্রেমের সম্পর্ক হয়। এ সম্পর্কের কারণে তাদের সঙ্গে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। কিন্তু আবদুল্লা তাকে কিছু না জানিয়ে শুক্রবার অন্যত্র বিয়ে করার জন্য দিন ঠিক করেছেন। এ বিয়ের দিন ঠিক হওয়ার খবর কলেজছাত্রী জানতে পেরে আবদুল্লার বাড়ির গেটে অনশন শুরু করেছেন।

অনশনরত কলেজছাত্রী বলেন, বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে যাব না। ছয় মাস আগে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আবদুল্লাহ আমাকে কিছু না জানিয়ে আগামীকাল শুক্রবার অন্যত্র বিয়ে করার জন্য দিন ঠিক করেছে। এই খবরে আবদুল্লাহর বাড়িতে অনশন শুরু করেছি।

রাজশাহী বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ করলেও ব্যবস্থা নিতাম। কিন্তু আমাদের কিছু না জানিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেছে বলে শুনেছি। পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম সরকার জানান, ঘটনাটি জানার পর ওই ওয়ার্ডের মেম্বারকে দায়িত্ব দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন