রাকিব হোসেন, ফেনী।। ভালো কাজের স্বীকৃতিস্বরুপ এবং শৃঙ্খলাসহ সার্বিক তদারকিতে উজ্জল অবদান রাখায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এনএম নুরুজ্জামানকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এনএম নুরুজ্জামান, ইতিমধ্যে চুরি ছিনতাই, হত্যা, মাদক,চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে জেলায় ব্যপক সুনাম কুড়িয়েছেন।পাশাপাশি সুশৃঙ্খলিত ভাবে বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। তারই ধারাবাহিকতায় আজ তাকে সন্মানীত করা হয়।
এসময় ডিবি পুলিশের আরো ৬ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মাঈনুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার সদর রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতায়ার রহমান সহ জেলা পুলিশে কর্মকর্তাগণ