ঢাকাসোমবার , ১ মার্চ ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে ঋতুরাজ বসন্ত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

দিপংকর রায়, দিনাজপুর।। বসন্ত এসে গেছে। ফাল্গুন আর চৈত্র মিলে ঋতুরাজ বসন্ত। কোকিলের কুহু কুহু কুহুতান, ফুলে ফুলে ভরে গেছে গাছ চারদিকে শুধু মৌ মৌ সুগন্ধ।এরই মাঝে প্রকৃতি মধুমাসকে (জ্যৈষ্ঠ) আগমনী বার্তা আর নিমন্ত্রণ জানাচ্ছে ঋতুরাজ।

সবমিলিয়ে যেন এক অপরুপ লীলা ভূমি আমাদের বাংলাদেশ।
ব্যাতিক্রম নয় দিনাজপুরের প্রকৃতি ফুলে ফুলে ভরে গেছে গাছ গাছালী , লিচুর দেশে। জেলার বিভিন্ন ঘুরে দেখা যায় আম, লিচু সহ বিভিন্ন ফলের গাছ মুকুলে ছেঁয়ে গেছে।
জেলার অন্তর্গত বিরল উপজেলায় বেশ কিছু লিচু, আমের বাগানে দেখা যায় বাম্পার ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। দিনাজপুর বরাবরই লিচুর জন্য দেশজুড়ে প্রসিদ্ধ। বোম্বাই, মাদ্রাজী, বেদনা ও চায়না–৩ উল্লেখযোগ্য জাতের লিচু এখানে পাওয়া যায়। আমের মধ্যে আম্রপলি, গুটি, ল্যাংড়া, হাড়িভাঙ্গা,হিম সাগর ইত্যাদি।

এক লিচু চাষির সাথে কথা বলে জানা যায়, এবার বেশ ভাল মুকুল এসেছে কিন্তু এগুলো টিকিয়ে রাখা বেশ কঠিন, চৈএের তাপদাহ আর ঝড় হলো প্রধান প্রতিকূলতা। দেখা যাক সৃষ্টিকর্তা কি করেন উনার বাহিরে কিছুই বলার নেই, তবে আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছি।