মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম।। রবি শস্যের মধ্যে গম একটি লাভজনক ফসল। বিগত সময়ে গমের আবাদ কমলেও এবার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিশেষ করে চরান্ঞ্চলে বর্তমানে কৃষকরা আবারও গমের আবাদের দিকে ঝুঁকছেন। ধান চাষে বার বার লোকসান হওয়ায় চরান্ঞ্চলের কৃষকরা বর্তমানে এই লাভজনক আবাদের পরিমাণ বৃদ্ধি করছেন। বর্তমানে গমের বাজার ভালো থাকায় গম চাষে লাভের আশা করছেন গমচাষীরা।
চলতি রবি মৌসুমে নাগেশ্বরীর চরান্ঞ্চলে রেকর্ড পরিমাণ জমিতে গমের চাষ করা হয়েছে। প্রায় প্রতিটি মাঠেই বর্তমানে গমের সোনালী শীষ বাতাসে দোল খাচ্ছে। আগামী ২০-২৫ দিন পর থেকে জমি থেকে কৃষকরা গম কাটা শুরু করতে পারবেন। রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট কৃষকরা।
লাভজনক এই গম চাষে কৃষকদের আগ্রহী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের মাধ্যমে তালিকাভুক্ত কৃষকদের মাঝে উন্নত জাতের গমবীজ, সার, বালাইনাশক -সহ অন্যান্য উপকরন বিনামূল্যে বিতরন করা হয়েছে। এছাড়াও কৃষকদের সার্বক্ষণিক পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে জেলার কৃষি অফিস।
স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চলতি মৌসুমে গমে তেমন উল্লেখ্যযোগ্য কোন রোগ-বালাইয়ের আক্রমন নাই। গম চাষে কম পরিশ্রমসহ খরচ অনেক কম হয়। তাই গম চাষে কৃষকরা লাভবান হবেন।
এছাড়াও গম চাষ করলে জমির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পায়, তেমনী ভাবে গম চাষের পর কৃষকরা ওই জমিতে ভালো ভাবে আউশ ধান কিংবা অন্যান্য আবাদ করেও ভাল ফলন পাবেন বলে আশা করছেন কৃষকরা।