চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লার চৌদ্দগ্রামে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার গুনবতী রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও তার ১ বছর বয়সী শিশু মাশরাত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুমি আক্তার তার আরেক ছেলেকে মাদরাসা থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় গুনবতী রেল স্টেশন অদূরে রেললাইন পারাপারের সময় ঢাকাগামী গুধুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন সুমি আক্তার ও তার কোলে থাকা শিশু মাশরাত। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ প্রসঙ্গে লাকসাম জিআরপি থানার ওসি নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে মা ও শিশু নিহত হওয়ার খবর শুনেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন।
আপনার মন্তব্য লিখুন