রাকিব হোসেন, ফেনী।। ফেনীর পৌরসভার ৮নং ওয়ার্ডে বর্তমান কমিশনার মফিজ উল্লাহ কোম্পানি।
এলাকাবাসী পক্ষ থেকে তার ওয়ার্ডের করা কিছু উন্নয়নের কথা জানা যায়,ছোট থেকে বড় সকল সালিশ-দরবার নিজ দায়িত্বে করে,অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে ব্যাপক সুনাম অর্জন করে এলাকাতে।তাছাড়া গরিব-দুঃখী কেউ সাহায্যের জন্য গেলে নিরাস হয়ে ফিরে আসে নাহ,এতিম-গরিব অনেক মেয়ের বিয়ে দিয়েছে নিজ তহবিল থেকে,পৌরসভার বাজেট অনুযায়ী এলাকার রাস্তা-ঘাট,কালবাট সংস্কার করেছে। এলাকাবাসী আরও জানায় ৮নং ওয়ার্ডে অনেক কমিশনার এলো-গেলো এমন উন্নয়ন আগে আমাদের এলাকাতে হয়নি।তাই আমরা মনে প্রাণে চাই কমিশনার সাহেব আমাদের এলাকায় দ্বিতীয় বারের মত ৮ নং ওয়ার্ডের কমিশনার থাকুক,আর বাকীটা তো আল্লাহর হুকুম।
উওর শিবপুর ৮ নং ওয়ার্ডের (রাশেদ) বলেন মফিজ কমিশনার আমাদের এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনেছে,মাদক সেবক ও মাদক বিক্রেতার কাছে এক আতঙ্কের নাম মফিজ উল্লাহ কোম্পানি।
মফিজ উল্লাহ কোম্পানি মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক। আমরা চাইনা ঐশীর মত আর কোন ঐশী আমাদের সমাজে তৈরি হোক। মাদক সম্পর্কিত সঠিক তথ্য পুলিশকে দিন। তথ্য দাতার নাম কোন অবস্থায় প্রকাশ করা হবে না। তথ্য দাতার নাম প্রকাশ করা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করার অংশ। এলাকার প্রভাবশালী কোন সদস্য মাদক ও মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, কোন ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, সন্তান মাদকাসক্ত বা জঙ্গিবাদে জড়িয়েছে কি না তা প্রথমত বাবা-মার দেখার দরকার, এরপর নজরদারিতে রাখার দরকার শিক্ষা প্রতিষ্ঠানের। এমন কিছু দেখলে পুলিশকে জানান। আমরা কাউন্সিলিং এর মাধ্যমে তাকে সুপথে আনার চেষ্ঠা করব। এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে মাদক ও সন্ত্রাস দমন করা যাবে না।সামনে নির্বাচন আমি আপনাদের পাশে থেকে এলাকার জনগণের খেদমত করতে চাই,আপনারা এখন সবাই সচেতন আপনাদের যাকে যোগ্য মনে হবে,তাকে জয়ী করে এলাকার উন্নয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন আমি মনে করি।