ভাষা হারিয়ে যায়
মধুসূদন দেববর্মা
আমার মাতৃভাষা আমার অন্তরের
আপনার ভাষা বুঝি তাই বন্ধুত্ব,
আমার মাতৃভাষায় ডাকলে অন্তরে
সকলের ভাষা বুঝিলে কমে দূরত্ব।
পৃথিবীতে ৬০০০ বেশি ভাষায় কথা বলে
চর্চার কেন্দ্রবিন্দু মাতৃভাষা,
আজ তবু হারিয়ে যায় মর্যাদার অভাবে
আমার মায়ের মুখের ভাষা।
ভারতবর্ষে মাত্র ২২টি জাতীয় স্বিকৃতিভাষা
বাকি রইলো ১৬৫২টি ভাষা মানুষের ভাষা,
হারিয়ে যাবার পথে চর্চা ও মর্যাদার লড়াইয়ে
তারিমধ্যে এক ককবরক আমার মাতৃভাষা।
UNESCO এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী
২১ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা ও সংস্কৃতি বিকাশের হোন সচেতন
সবাই মিলে উদযাপন করব মাতৃভাষা দিবস।
মিলিতভাবে প্রতিধ্বনি তুলব বাঁচাও
মায়ের মুখের মিষ্টি ভাষা আমার মাতৃভাষা
আনন্দোলন গড়ে তুলতে জাতীয় স্তরে
ঠাঁই পেতে অষ্টম তপশীলে মোদের ভাষা।