ঢাকাশনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর কোরাইশমুন্সি বাজারে আগুনের লেলিহান শিখায় ১০ দোকানঘর পুড়ে ছাই

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাকিব হোসেন, ফেনী|| ফেনীর দাগনভূঞায় উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সি বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ, ক্ষতিগ্রস্থরা জানান, রাত সাড়ে ১২টার দিকে বাজারে হঠাৎ কয়েকটি বিকট শব্দ হলে স্থানীয়রা বের হয়ে দেখেন কালা মিয়ার মার্কেটে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিয়ে কোরাইশমুন্সি বাজার পুলিশ ফাঁড়ির সহায়তায় সবাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে মার্কেটটি পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হারুনের ফ্রিজের দোকান, মান্নানের ফার্মেসি, হরে কৃঞ্চের ইলেক্ট্রিক দোকান, হুমায়ুন ও জামালের চা দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ চা দোকানি হুমায়ুন বলেন, প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাতে পার্শ্ববর্তী দোকানি তাকে ফোন করে আগুনের দুঃসংবাদ দেন। এসে দেখেন তার পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, কালা মিয়ার টিনশেডের আধাপাকা দোকানগুলোতে আগুন লাগে। কোন দোকান থেকে এর সূত্রপাত হয় তা বলা যাচ্ছে না। এতে অন্তত ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনম কাশেদুল হক বাবর প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, ঘটনাটি শুনে রাতেই তিনি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন। মার্কেটটির দোকানিদের বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির। অনেকেই দোকানটি চালিয়ে পরিবার ও স্বজনদের ভরন পোষণ চালাতেন। এমতাবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলে তাদের পুনর্বাসন ও সহায়তার চেষ্টা চালানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন