রাকিব হোসেন, ফেনী।। ফেনীতে হাসপাতালের অভ্যন্তরে ড্রেনে পাওয়া গেছে এক শিশুর লাশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পুরোনো ভবনের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।
হাসপাতালের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসপাতালের পুরোনো ভবনের নিচতলায় জরুরি বিভাগের সামনের একটি টিনের ঘরের পেছনে ড্রেনে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে যান। পরে হাসপাতালের ডোম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিপন চন্দ্র নাথ প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, শিশুটি মৃত ও অপরিণত। বয়স আনুমানিক ৬ মাস। লাশটি কোথা থেকে এনে ড্রেনে ফেলা হয়েছে, তা বের করতে হাসপাতালের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা পুলিশকে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতালের কেউ জড়িত থাকলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।