কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মৎস্য বিভাগের পুনঃ পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারী) দুপুরে, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মৎস্য অধিদপ্তরাধীন জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে
সাতবোন বুড়িদহ বিল ও কালুয়া মাদরাসা পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম -২ আসন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, উপ-সহ প্রকৌশলী রাজু আহমেদ, প্রেস সেক্রেটারী রাশিদুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু প্রমূখ।
পুকুর খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে-এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, আমরা মাছে-ভাতে বাঙালি-এই ঐতিহ্য ধরে রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া কুড়িগ্রামে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেছেন।