বিনোদন প্রতিবেদক।। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। বলিউডেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। ব্যস্ত এ নায়িকাকে বহুল আলোচিত ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে।
আলোচিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জীবী। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে রাম চরণকে। আর এতে তার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ‘মুগামুদী’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করা এই নায়িকা পূজা হেগড়েকে। সিনেমায় খুব বেশি স্ক্রিন শেয়ার করবেন না তিনি। মাত্র ২০ মিনিট অভিনয়ের জন্য এই অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন ১ কোটি রূপি (বাংলায় ১ কোটি ১৬ লাখ টাকা)। নির্মাতারা এতো পারিশ্রমিক দিয়েই সিনেমায় নিয়েছেন তাকে।
আগামী ৭ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে কোরাতলা শিবা পরিচালিত এ সিনেমাটি। এতে প্রভাস আমিন ছাড়াও আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল ও সুন সোদ।
আপনার মন্তব্য লিখুন