কবি’র কলম
শংকরী সাহা
হৃদয় মাঝে সৃজন করে
আঁকতে হবে ছবি,
লেখার তরে অমর হবে
ভবে সকল কবি।
একটা কিছু লিখলে পরে
হয় না কভু ছড়া,
ছন্দে তালে লিখতে হবে
সহজ হবে পড়া।
দেশের কথা জীবনধারা
কাব্যে ওঠে ফুটে,
ন্যায়ের তরে কলম ধরে
সব কবিরা জুটে।
মাত্রা দেখে বিষয় রেখে
লেখে সঠিক করে,
স্মৃতি মাঝে থাকবে কবি
মহান কাজে তরে।
আবেগ ভরা হৃদয় নিয়ে
জাগায় মনে আশা,
সঠিক লেখে জীবন দিশা
কবি মনের ভাষা।
আপনার মন্তব্য লিখুন