প্রায়শ্চিত্ত
মোঃ বদরুল ইসলাম
জীবনের বাঁকে বাঁকে ফোটা সব ফুল,
ঝরে যাওয়ার গল্প শোনায়
প্রতিটি ভুলের কাঁটা গেঁথে থাকে মনে,
রাত্রির প্রহর গোনে নীরব আকুলতা,
কত ভুলের কুঁড়িতে সাজানো এই জীবন,
শুধরে নিতে নিতে একসময় শেষ হয়ে যায়
পথ চলার গান,
কিছু কিছু ভুল কখনো ফুল হয়ে ফোটেনা,
এই ভুলের মাশুল দিতে হয় সারাটি জীবন।
সাজানো বাগান ভেঙে তছনছ হলে —
শুদ্ধতার মগ্ন চৈতন্যে অনুশোচনা জাগে,
অবাক করা প্রায়শ্চিত্তে তখন আবার
ভুলগুলো সব ফুল হয়ে ফুটে ওঠে।
আপনার মন্তব্য লিখুন