আনিসুর রহমান, স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামের হলোখানায় বৃটিশ আমলের মসজিদটি অবশেষে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
(৫ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে মুসল্লিদের স্বতঃফূর্ত অংশগ্রহণে নিমাণ কাজের উদ্বোধন করেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি পুত্র হাফেজ আবু সুফিয়ান পাভেল।
এ সময় উপস্থিত ছিলেন-হলোখানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব উমর ফারুক, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি দছিম উদ্দিন মাস্টার, সম্পাদক ছয়ফুল হক, বিশিষ্ট ব্যবসাযী মামুন আহমেদ, ইউনাইটেড প্রেস ক্লাব কুড়িগ্রাম এর সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সাংগাঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য মসজিদটির নির্মাণে প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন। এই বিপুল সংখ্যক অর্থের জন্য মসজিদ কমিটির কর্তৃপক্ষ বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
প্রয়োজনে:
সভাপতি: 01716-061608
সম্পাদক: 01743-779150