ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

অপরাধের শেষ নেই ফেনীতে, ৭ জনের জরিমানা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১৮, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর সোনাগাজীতে বিভিন্ন অপরাধে ৭ ব্যক্তির ৭ হাজার ৬শ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বক্তারমুন্সী, ডাকবাংলো ও মতিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন মুক্তা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে বাজারগুলোতে অভিযানে বের হয় ভ্রাম্যমান আদালত। অভিযানে মাস্ক না পরায় মোঃ ইসমাইল, আবদুস সোবহান ও মোঃ ফয়সাল নামে তিন ব্যক্তির ২শ টাকা করে মোট ৬শ টাকা জরিমানা করা হয়। বক্তারমুন্সীর বাজারে একই অভিযানে মূল্য তালিকা না থাকায় তাজুল ইসলাম, মোঃ আজম ও জহিরুল ইসলাম নামে তিন ব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করায় মিজান ফলবিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছলিমা শিরিন মুক্তা প্রতিদিনের বাংলাদেশ কে জানান অভিযানে শতাধিক লোকের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মাস্ক পরিধান ও ফুটপাত দখল না করার জন্য মাইকিং করা হয়।

অভিযানে মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন