রাকিব হোসেন, ফেনী।। ৩০ জানুয়ারি ২য় বারের মত বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিদিন বিভিন্ন সংঘঠন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বদের দেওয়া প্রায় শতাধিক ফুলের তড়া জমা হয়ে পড়েছে বলে জানা যায়।
তরুণ প্রজন্মের মাথার মুকুট ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানি। তরুণ প্রজন্মের ছোটখাটো আবদার মেটানো যেনো তার নেশা। যুবকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছে ফেনীর মফিজ উল্লাহ কোম্পানি।
জয়ী হয়ে বেশ উচ্ছ্বসিত কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানি। তিনি বলেন, ‘ভোটার সহকর্মীদের কাছে আমি চির কৃতজ্ঞ। সবাইকে অনেক ভালোবাসা আমাকে সমর্থন দেয়ার জন্য।
তোমাদের সহযোগিতা থাকার কারণে আমি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আমি ২য় বার জয়ী হয়েছি। এ জয় শুধু আমার না, তোমাদের ও। এ সময় তাদের কাছে তিনি অপরাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস, মাদকসহ এলাকা পরিচালনায় সহযোগিতা চান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ।
ফেনী পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দরা তরুণ প্রজন্মের মাথার মুকুট কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানি কে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ২য় বার জয়ী হাওয়ায় ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।