কর্ম গীতি
তাহমিনা আখতার
বয়ে যায় বেলা ভবে থাকে তব কৃতি,
বেদনার দুল হয়ে ফোটে কথাকলি।
কর্ম মাঝে বিচলিত গাঁথা কতো স্মৃতি,
শত জনে শত মুখে করে বলাবলি।
বিজড়িত কতো কথা আছে মনে গাঁথা,
শত কথা শত স্মৃতি আছে যেনো আঁকা।
কড়া নাড়ে কর্ম তাড়া চেয়ে দেখো যাতা,
মনোবৃত্তি সাথে তব স্বপ্ন সাধ ফাঁকা।
ধনে মত্ত নহে মন নাহি বিলাসিতা,
ফোটাতে যে হবে ফুল মনে জাগে সুখ,
সৌরভ বিলিয়ে ফুল দিবে মধুরতা,
আষ্টেপৃষ্ঠে ব্যথা তব আশা এক বুক।
এই ভাবে ভব মাঝে কেটে যায় বেলা,
হাসি মুখে থাকি সদা কাজে নেই হেলা।
আপনার মন্তব্য লিখুন