১৯৫২ সালের এই দিনে তৎকালীন
পূর্বপাকিস্তানে চলছিল বাংলাকে
রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন।
প্রতিটি দিনেই ছিল ছাত্র-জনতার নানা
কর্মসূচী। ৪ ফেব্রুয়ারিতে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশকে কেন্দ্র
করে এদিন চলছিল প্রচার। সবার
তখন দাবি একটাই, বাংলাই হবে পূর্ব
পাকিস্তানের রাষ্ট্রভাষা। মাতৃভাষা
আন্দোলনের শুরুটা ১৯৪৭ সালের
পর থেকেই। পাকিস্তান জন্মের পর
থেকেই পূর্ব বাংলা মানুষ বঞ্চিত ও
শোষিত হয়ে আসছিল। পাকিস্তান
কৌশলে বাঙালী জনগোষ্ঠীর নিজের
ভাষার ওপর প্রথম আঘাত হানে।
মায়ের ভাষায় কথা বলাও তারা বন্ধ
করে দেয়ার ষড়যন্ত্র শুরু করে। কিন্তু
বাংলার মানুষ সেই ষড়যন্ত্র মোকাবেলা
করতে একবিন্দু পিছু হটেনি।
মাতৃভাষা বাংলার দাবিতে প্রতিদিন
রাজপথে চলতে থাকে মিছিল-সমাবেশ। শুরু হয় বাংলাভাষা রক্ষার
আন্দোলন। মায়ের মুখের ভাষাকে
কেড়ে নিয়ে তারা রাষ্ট্রভাষা উর্দু করতে
চেয়েছিল। আন্দোলন সংগ্রামের মধ্য
দিয়ে অনেক চড়াই-উতরাই পার করে
চূড়ান্ত রূপ লাভ করেছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি।