অবশেষে কন্যাসন্তানের ছবি প্রকাশ করলেন বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি। ২১ দিন পরে প্রথমবারের মতো জনসম্মুখে মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করেছেন।
শুধু ছবিই নয়, মেয়ের নামও প্রকাশ করেছেন তারা। মেয়ের নাম রেখেছেন ভামিকা। বিরাটের নাম দিয়ে শুরু হয়ে আনুশকার নামের শেষ অংশ নিয়ে রাখা হয়েছে ‘ভামিকা’।
ইনস্টাগ্রামে মেয়েকে নিয়ে ছবি শেয়ার করেছেন আনুশকা শর্মা। ছবিতে দেখা যায়, বিরাট ও আনুশকা তাদের মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। তবে ছবিতে এই দম্পতির মেয়ের মুখ দেখানো হয়নি।
ছবি দিয়ে আনুশকা লিখেছেন, ‘আমরা একে অন্যকে ভালোবেসে, সম্মান জানিয়ে একসঙ্গে জীবনযাপন করেছি। কিন্তু এই যে ছোট্ট প্রাণ ভামিকা, আমাদের দুজনের জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। মাঝেমাঝে চোখের জল, হাসি, চিন্তা, প্রশান্তি এসব অনুভূতি যেন মুহূর্তেই মনের মধ্যে খেলে যায়।’ আনুশকা মজা করে আরও লিখেছেন, ‘ঘুম কমে গেছে, কিন্তু আমাদের মন ভরে আছে।’
ছবি পোস্ট করার পরই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা আর অভিনন্দন জানাতে থাকেন।