ঢাকাসোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সবজির ট্রাক থেকে পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১, ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কৌশল অবলম্বন করে মাদককারবারীরা ব্যবসার চেষ্টা করলেও মাদক প্রতিরোধে সব সময় সজাগ বলে দাবি গোয়েন্দা পুলিশের।

রবিবার কুমিল্লা থেকে মানিকগঞ্জ যাচ্ছিলো সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানটি আটক করে গোয়েন্দা পুলিশ। গাড়িতে তল্লাশী চালিয়ে ত্রিপলের নিচ থেকে জব্দ করা হয় বেশ কয়েকটি গাঁজার বস্তা।

প্রায় দশলাখ টাকা মূল্যের গাঁজা জব্দের পাশাপাশি আটক করা হয় গাড়ির চালক ও এক মাদক ব্যবসায়ীকে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাদক ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশল নিচ্ছে জানিয়ে এ বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ।

ওয়ারি বিভাগের ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, একদিন আগে একটা চালান ধরেছি ইয়াবার। বার্মিজ জুতার ভিতরে করে ইয়াবা বাংলাদেশে আসছে। লাশবাহীগাড়ীতে করে, এ্যাম্বুলেন্সে করে , ট্রাকে করে, বাসে করে, মাইক্রোবাসে করে বিভিন্ন জানবাহনে করে এই মাদকগুলো আমাদের দেশে আসে। বলবনা যে আমরা সবগুলো চালান ধরতে পারছি, কিন্তু আমাদের চেষ্টার কোন ট্রুটি নাই। আমাদের কাছে যে তথ্য যখন আসছে আমরা সাথে সাথেই সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাচ্ছি।

মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ তৎপর বলেও জানান তিনি।

তিনি আরো জানান, আমরা বাংলাদেশ পুলিশ প্রতিশুতিবদ্ধ যে মাদকমুক্ত একটা সুন্দর দেশ গড়ার।

আপনার মন্তব্য লিখুন