ঢাকাশনিবার , ৩০ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পছন্দের প্রার্থীকে আমার জীবনের শেষ ভোটটি দিতে পেরে সুস্থ লাগছে: ফেনীর ৮ নং ওয়ার্ডে পৌর নির্বাচনে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৩০, ২০২১ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

রাকিব হোসেন,ফেনী।। আগামী পাঁচ বছর বাঁচি কিনা, জানি না। পছন্দের প্রার্থীকে আমার জীবনের শেষ ভোটটি দিয়ে গেলাম। পাঁচ বছর ধরে অসুস্থ। ভোটটা দিতে পেরে সুস্থ লাগছে। কথাগুলো বলছিলেন ফেনী সালাউদ্দিন স্কুলে ভোটকেন্দ্রে পৌরসভা নির্বাচনে ভোট দিতে আসা শতবর্ষী বৃদ্ধা দেলোয়ারা বেগম। তিনি ফেনী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের

উওর শিবপুরের বাসিন্দা। নাতির কোলে বসে ফেনী সালাউদ্দিন স্কুল কেন্দ্রে এসে ভোট দেন তিনি।

দেলোয়ারা বেগম বলেন, আমি জীবনে অনেক ভোট দিয়েছি। জীবনে আর ভোট দিতে পারি কিনা?
শেষ বয়সে এসে ভোট দিলাম, অনেক ভালো লাগলো। ভোটের কথা শুধু সবার মুখে শুনি। আজ ভোট তাও জানতাম না। হাঁটতে পারি না। তাই বিছানায় পড়ে থাকি। ভেবেছিলাম ভোট দিতে পারব না। কিন্তু নাতি ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। ভোট দিয়েছি।
পাঁচ বছর ধরে বাতের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছি। খুবই অসুস্থ, ভোটটা দিতে পেরে সুস্থ লাগছে।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই মহিউদ্দিন বলেন, যারা বয়স্ক ও অসুস্থ তারা কেন্দ্রে আসা মাত্র আমরা ভোট দিতে তাদের সহায়তা করি। দেলোয়ারা নামের ওই নারী বয়স্ক; তাই তাকে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সাহায্য করেছে। দেখলাম তিনি ভোট দিতে পেরে খুব খুশি।

ফেনী পৌরসভার আট নম্বর ওয়ার্ড সালাউদ্দিন স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রতিদিনের বাংলাদেশ কে জানান, শতভাগ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বলেন, ফেনী পৌরসভায় ৮ নং ওয়ার্ডে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আপনার মন্তব্য লিখুন