ঢাকাবৃহস্পতিবার , ২৮ জানুয়ারি ২০২১
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

সঙ্গমে রাজি নয় ষষ্ঠ স্ত্রী, সপ্তম স্ত্রীর খোঁজে ৬৩ বছরের বৃদ্ধ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২৮, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অবাক হওয়ার মতো বিষয় হলো, এটি ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে নয়, সপ্তম বিয়ে। এই বৃদ্ধ ভারতের গুজরাট রাজ্যের সুরাটের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ুব দেগিয়া নামে ওই চাষি সুরাটের গ্রামে থাকেন। গত বছরের সেপ্টেম্বর মাসেই ষষ্ঠ বিয়ে করেন। তাও আবার নিজের থেকে ২১ বছরের ছোট একটি মেয়েকে। যদিও ডিসেম্বর মাসেই আলাদা হয়ে যান। কারণ হিসেবে জানান, স্ত্রী তার সঙ্গে যৌন সম্পর্কে রাজি হন না, তাই এই সিদ্ধান্ত।
ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আমার ডায়বেটিস, হৃদরোগসহ অন্যান্য সমস্যা রয়েছে। কিন্তু আমার স্ত্রী ইনফেকশনের দোহাই দিয়ে কখনই যৌন সঙ্গমে রাজি হতো না। তাই স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ওই ব্যক্তির প্রথম স্ত্রী এখনও জীবিত। তিনি একই গ্রামেই থাকেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। কিন্তু ষষ্ঠ স্ত্রীকে ডিভোর্স দিলেও এখন আর প্রথম জনের কাছে যান না আয়ুব।

আয়ুবের ষষ্ঠ স্ত্রী প্রথমে তার এই কুকীর্তির কথা জানতেন না। কিছু না জেনেই বিয়ে সেরে ফেলেছিলেন। বর্তমানে সবকিছু জানার পর পুলিশে অভিযোগ দায়ের করেন।

এই প্রসঙ্গে ওই নারীর আইনজীবী জানান, তার মক্কেল বিধবা। সেটারই সুযোগ নেয় আয়ুব। ওই মহিলার খেয়াল রাখা, সাহায্য করা, পাশে থাকার কথা বলে বিয়েও সেরে ফেলেন। কিন্তু কিছুদিন পরই তার আসল স্বরূপ বেরিয়ে আসে। এমনকি স্ত্রীকে বোনের বাড়িতে রেখে আসেন। এরপরই স্বামীর আসল পরিচয় জানতে পারেন ওই মহিলা

আপনার মন্তব্য লিখুন