ঢাকাবৃহস্পতিবার , ২৮ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মায়ের ভালোবাসা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২৮, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মায়ের ভালোবাসা
পাথর চক্রবর্তী

দশটি মাস গর্ভে ধরেই আজ
এনেছিলে তুমি ভবে,
তোমার খুশিতে হেসেছিলো পড়শি
প্রফুল্লও হলো সবে।

দিনে দিনে দিনযে গেলো
বড়ও হলেম খুব,
যেমন করে সূর্য উদেয়ে
রঙিন করে পুব।

কখনও যদি দুঃখ ব্যথায়
ঘিরেছে দেহ মন,
মাগো তুমি জড়িয়ে বুকে
কপালে দিতে চুম্বন।

তোমার থেকে বাসেনা ভালো
সে কথা জানো তুমি,
তাইতো আশা জাগছে মাগো,
তোমার চরণ চুমি।

দীর্ঘ সময় তোমার সেবায়
কাটাতে চেয়েছি আমি,
তোমার থেকে নয়কো মাগো
মনি মুক্তা দামি।

তবুও অসময়ে ছেড়ে গেলে
শূল বিঁধিয়ে বুকে,
আজকের দিনে তাইতো মাগো
হৃদয়ে পুড়ছে দুখে।

ভালোতো কেউ বাসেনা ও’মা
সযতনে তোমার মতো,
প্রদীপের মতো জ্বলছে আজ
হৃদয়ের ব্যথা যতো।

ওপারে গিয়ে পাই যেনো দেখা
এটুকু শুধু আশা,
সকল ধনের থেকেই দামি
মায়ের ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুন