ঢাকাবুধবার , ২৭ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর ধর্ষণের ভিডিও করেন স্ত্রী!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২৭, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়পড়ুয়া জিনতা (ছদ্মনাম)। একটি ওয়ার্কশপে অংশ নিতে গিয়েছিলেন কলেজে। সেখান থেকে ফেরার পথে একজন এসে ছাত্রী পরিচয় দিয়ে তার সাথে কথা বলেন। হঠাৎ করে তাদের সামনে এসে একটি গাড়ি থামে। এরপর ওই নারী এবং তার স্বামী জোর করে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে যান বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীকে। সেখানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন ওই ব্যক্তি এবং সেই ধর্ষণের ভিডিও করেন স্বয়ং তার স্ত্রী।

পাকিস্তানে এমন ঘটনা ঘটেছে গত বছরের আগস্টে। দেশটির আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটির এমএসসির শিক্ষার্থী ছিলেন ওই ছাত্রী। অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় সোমবার (২৫ জানুয়ারি) রায় ঘোষণা করেন রাওয়ালপিন্ডির একটি আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যাক্তি ৩৩ বছর বয়সী কাসিম জাহাঙ্গীরকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ রুপি জরিমানা করেন রাওয়ালপিন্ডির অতিরিক্ত সেশন জজ জাহাঙ্গীর আলী গোন্ডাল।

রায়ে অপহরণের দায়ে তাকে (কাসিম) আজীবন কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানা করা হয়। জরিমানা না দিলে তাকে ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানা করা হয়।
পাশাপাশি আদালত ক্ষতিপূরণ হিসেবে ওই ছাত্রীকে ১০ লাখ রুপি দিতে কাসিমকে নির্দেশ দিয়েছেন। আর তা দিতে ব্যর্থ হলে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে অপহরণের দায়ে কাসিমের স্ত্রী ২৪ বছরের কিরণ মেহমদুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লাখ রুপি জরিমানা করা হয়। পাশাপাশি ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী তাকেও তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানা করা হয়।

আপনার মন্তব্য লিখুন