মনের কালি
মোঃ আবুল হোসাইন
মনের মধ্যে থাকলে কালি
যায় না তাহা ঘষিলে,
বেগুন গাছে তেল হবে না
ঘানির মধ্যে পিষিলে।
ছলনাতে ভালোবাসা
রয় না টিকে বহুদিন,
দু’দিন পরে বাজবে জেনো
তোমার ঘরে দুঃখ-বীণ।
সত্য কথার মহৎ বাণী
রাখলে সবে মনেতে,
প্রেম-পিরিতির সুখের মজা
পাবে প্রিয়ার সনেতে।
কয়লা ধূলে যায় না ময়লা
আছে প্রবাদ বাক্যতে,
মনের কালি সাফ হবে না
অন্য জনের সাক্ষ্যতে।
ছল-চাতুরী ভুলে গিয়ে
মনকে করলে পরিষ্কার,
প্রিয়তমার ভালোবাসার
করতে পারবে আবিষ্কার।
আরো পড়ুনঃhttps://www.protidiner-bd.com/স্বপ্নবিলাসী/
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/বই-পড়া/
আপনার মন্তব্য লিখুন