ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নিখোঁজের ৫ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও সতীন পালাতক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১৬, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এলাকায় নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশ্বে ডোবা থেকে সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুুলিশ।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি এলাকায় ওই গৃহবধূর স্বামীর বাড়ি পাশ্বে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত সুফিয়া বেগম ওই এলাকার
আব্দুল খালেকে তৃতীয় স্ত্রী। এবং একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান এলাকার বোয়ালু মোহাম্মদের মেয়ে।

স্থানীয় ও পুলিশ জানায়,গত বৃহস্পতিবার থেকে সুফিয়া বেগম বাড়ি থেকে নিখোঁজ হয় পরে আজ সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশ্বে ডোবায় ওই গৃহবধূর লাশ ভাসতে দেখলে পরে তারা স্থানীয়রা সাথে সাথে তেঁতুলিয়া মডেল থানায় খবর দেয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গের প্রেরণ করেন। এদিকে ঘটনার পর থেকে ওই নারীর স্বামী আব্দুল খালেক ও সতীন ছালেহা খাতুন পালাতক রয়েছে।

এবিষয় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি গত পাঁচদিন ধরে সে নিখোঁজ ছিল। সকালে এখানকার একজন ফোন দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়াপর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুন