ঢাকা ব্যুরো।। ভাইরাল হওয়া সেই নারী ভিক্ষুক ও ফেসবুক পেজ মজার টিভির সিও মাহসান স্বপ্নর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন বিচারপতি (অব.) শামছুল হুদা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরিতে করেন তিনি। ভাইরাল হওয়া নারীর নাম তুহিন সুলতানা। তিনি সাবেক বিচারপতি শামছুল হুদার মেয়ে।
ফেসবুক পেজ ‘মজার টিভি’র ভিডিও ক্রিয়েটর মাহসান স্বপ্ন ও তুহিন সুলতানা তপুর বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগে জিডি করেন সাবেক বিচারপতি। জিডিতে নিজের মেয়েকে অবাধ্য উল্লেখ করেন। নিজের প্রতি শামসুল হুদা বলেন, তার মেয়ে পরিবারের মান-সম্মান নষ্ট করেছে। তাই ভবিষ্যতে তিনি তুহিনের বিরুদ্ধে মামলাও করতে পারেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ জানান, কিশোরী মেয়েকে নিয়ে রাস্তার পাশে তুহিনের আহাজারির ভিডিও ১৪ জানুয়ারি আপলোড করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও আপলোড করে মানুষকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আদায় করছেন তার মেয়ে। মজার টিভির মাহসান স্বপ্ন ফোন করে ভিডিও প্রত্যাহার করবেন জানিয়ে কৌশলে হুমকিও দিয়েছেন বলে উল্লেখ করা হয় জিডিতে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ডে ‘সাহায্যের আবেদন, আমরা বাঁচতে চাই’ লিখে ঐ নারী কাঁদতে কাঁদতে বলছেন, তিনি চার বছর ধরে পথে পথে ঘুরে ভিক্ষা করছেন। মার্জিত ভাষায় কথা বলা ওই নারী কিছুতেই তার ‘বিচারক’ বাবার নাম বলতে চাননি। তার কাছে বাবার নাম জানতে চাইলে তিনি জবাবে বলেন, ‘প্রশ্নই আসে না। আমার জীবন চলে, আমি সারা জীবন না খেয়ে থাকি তারপরও উনার নাম আমার মুখে আসবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বাবার প্রাণ ভিক্ষা চেয়েছি আল্লাহর কাছে।’