উজ্জ্বল মিয়া।। ক্ষমতা দেখাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন মনির হোসেন (৪৫) নামের এক ভুয়া সিআইডি কর্মকর্তা। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মনির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কাঠিয়া এলাকার মৃত দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র। তবে তিনি নাম গোপন করে ঢাকার গুলশান ব্লক-২ এলাকার আনোয়ারা মঞ্জিলে বসবাস করে বলে পুলিশকে জানায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, আটক মনির হোসেন ইমিগ্রেশন এলাকায় কাস্টমস কর্মকর্তার সামনে এক বাংলাদেশিকে ধমক দিয়ে কত টাকা দিয়েছেন জানতে চায়।
এ সময় ওই কাস্টমস কর্মকর্তা পরিচয় জানতে চাইলে তিনি সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেন। তবে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয়পত্র দেখে ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে যান। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সিআইডি কর্মকর্তা নয় বলে প্রমাণিত হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তার নামে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।