বিষণ্ন বর্ষা!
মো: বদরুল ইসলাম
বিষণ্ন এক বিকেলে
হারানো অচেনা ঠিকানা,
ভিড়ের মাঝে সারাক্ষণ
খুঁজে বেড়াই তোমায়।
শ্রাবণ ঝরা সন্ধ্যায়
খুঁজে নিও আমায়,
এখন আমি অন্য হয়ে
হারিয়ে খুঁজি অন্য পথে।
তুলেছো তুমি বিষাদ সুর
হেঁটে চলছি আমি বহুদূর,
আমার মনমরা গোধূলি
তোমার সোনারোদের ভোর।
আমি পড়তে পারি মন
তুমি শোনো কান পেতে আজ,
দুঃখগুলি আমায় দিও
অভিমানের কথা ভুলে।
হাতটুকু বাড়িয়ে দিয়ে
চলো যাই সেই সীমান্তে,
নেই যেখানে কেউ শূন্য পথে
যেথায় নেই দুঃখের পরশ।
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/ফেলে-আসা/
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/চাই-না-শুধু/
আপনার মন্তব্য লিখুন