বিনোদন ডেস্ক:: ক্যারিয়ারে প্রথমবার কোনো আইটেম গানে নাচলেন মডেল ও অভিনেত্রী সায়রা আকতার জাহান। পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ফিকশন ‘খালিদ’-এ ‘কখনো আসো না’ গানে নাচতে দেখা যাবে তাঁকে।
ফিকশনটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান। ফিকশনটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
মাঝে সাড়ে তিন বছর বিরতির পর ‘লেগুনা’ ও ‘আরারাত’ দিয়ে অভিনয়ে ফিরেছেন সায়রা। দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার ভিন্নভাবে হাজির হচ্ছেন সায়রা।
তিনি প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি নাচ করতাম। অংশু(নির্মাতা তানিম রহমান) ভাইয়া আমাকে দিয়ে কাজটা করতে চেয়েছেন। আমিও ভিন্ন লুকে পর্দায় আসতে চেয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে কাজটা হয়েছে। নাচ শেখার জন্য তিন থেকে চার ঘণ্টার মতো সময় পেয়েছিলাম।’
ঈগল ড্যান্স কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানান সায়রা। তাঁর কস্টিউম ডিজাইন করেছেন পিউ, মেকআপ করেছেন রিপন। সায়রার ভাষ্যে, ‘তাঁদের জন্যই পর্দায় আমাকে সুন্দরভাবে উপস্থাপন করা গেছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
নাচে সায়রার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা পলাশ। সায়রা বলেন, ‘পলাশ ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তিনি খুব সহযোগিতা করেছেন। সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে।’
গানটি গেয়েছেন শাফাত শামস, লিখেছেন রবিউল ইসলাম, সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইশতি; র্যাপার হিসেবে আছেন জেডি ফোর।
ফিকশনটিতে পলাশ, সাফা কবিরসহ আরও অনেকে অভিনয় করেছেন।