নেত্রকোনা প্রতিনিধি:: কলমাকান্দা উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের নামে থানায় মামলা হয়েছে। শিশুটির বাবা মামলা করার পর অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত ওয়াহেদ আলী (৬০) কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের মৃত সাত্তারের ছেলে এবং একই গ্রামে তার মুদিদোকান রয়েছে এবং চা বিক্রি করেন।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) অভিযুক্তকে গ্রেপ্তার ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মামলা সূত্রে জানা যায়, চা-বিক্রেতা ও মুদিদোকানি ওয়াহেদ আলীকে ভুক্তভোগী শিশুটি নানা বলে সম্বোধন করে। দোকানের সামনে গেলে শিশুটিকে প্রায় সময়ই বিস্কুট, চকলেট খাওয়ানোর লোভ দেখাতেন ওয়াহেদ আলী।
এরপর গত ২৩ মার্চ বেলা দুইটার দিকে অভিযুক্ত ওয়াহেদ আলী চকলেট খাওয়ানো কথা বলে দোকানের ভেতরে শিশুটিকে নিয়ে যান। পরে বিবস্ত্র করে তার স্পর্শকাতর স্থানে স্পর্শ ও ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। পরে অভিযুক্ত ওয়াহেদ আলীকে পুলিশ গ্রেপ্তার করে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ওয়াহেদ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছেন। গ্রেপ্তার বৃদ্ধকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।