গাইবান্ধা প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় এক দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) ঢোলভাঙ্গা হাইস্কুল ও কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো: আঃ সামাদ মন্ডল এবং গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে আগতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।