অনলাইন ডেস্ক:: পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। এসবের মাঝে বাজার যাচ্ছি বলে বেরিয়ে ভাতার থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকরেন এক ব্যবসায়ী। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ভাতার থানার সামনে সোমবার এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে ‘বাজারে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে থানার গেটের কাছে দাঁড়িয়ে নিজের গায়ে আগুন ধরান সুশান্ত দত্ত নামের ওই ব্যক্তি। অগ্নিদগ্ধ অবস্থায় থানা চত্বরে ঢুকে পড়েন তিনি। আত্মহত্যার চেষ্টার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে।
সুশান্তের পরিবার সূত্র জানিয়েছে, জমি সংক্রান্ত একটি বিবাদের জেরে বেশ কিছু দিন ধরে মানসিক চাপে ছিলেন সুশান্ত দত্ত। বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে ভাতার বাজারের পাশে রয়েছে একটি পুকুর। পাশে বেশ কিছু বসতবাড়ি এবং দোকানপাট। ওই পুকুরটি সুশান্তের। পাশে তার বাড়ি। পেশায় মাছ ব্যবসায়ী সুশান্ত ওই পুকুরটি আট বছর আগে কিনেছিলেন। তার নামে জমির রেজিস্ট্রিও হয়। ২০১৯ সালে পুকুরে মাছচাষ শুরু করেন সুশান্ত। কিন্তু তার পর থেকেই শুরু হয় সমস্যা। পুকুরটি খাস জমি দাবি করে আদালতে মামলা করেন স্থানীয় কয়েকজন। এরপর থেকে পুকুরে মাছ ধরতে পারতেন না সুশান্তরা। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল।
মনে করা হচ্ছে, ও কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন সুশান্ত। চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে কলকাতায় নেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।