কেফায়েত উল্লাহ: নিজস্ব প্রতিবেদক ::লালমনিরহাটে ৫ বছর বয়সী শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা রবিউল ইসলাম (১৫) অষ্টম শ্রেণির ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরের পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে ০২ নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। শিশু ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন।
একই এলাকার রবিউল ইসলাম নামের এক যুবক তার ৫ বছর বয়সী প্রতিবেশী ভাতিজিকে ধ/র্ষ/ণ করে।এ ঘটনার পর পরেই শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতিবান্ধা হাসপাতালে ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে হাতিবান্ধা থানার(ওসি) ঘটনা স্থানে গিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেফতার করে।
এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন,হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌন হয়রানির বিষয় নিয়ে একটি শিশু আসছে। সংবাদ পেয়ে আমি ঘটনা স্থানে যাই আনুমানিক দুপুর ২ টার ঘটনা। আমরা জানতে পারি ৫ বছরের এক শিশু বাচ্চাকে যৌন হয়রানির শিকার করেছে তার প্রতিবেশী চাচা । ভুক্তভোগীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।