স্টাফ রিপোর্টার: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস’র তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাজিম ইসলামকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সাংবাদিক নাজিম ইসলাম বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন৷ যার মামলা নং ০৫।
মামলার অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গত শুক্রবার (৭ মার্চ) রাতে সাংবাদিক নাজিম তারাগঞ্জ থানা থেকে জমি সংক্রান্ত একটি ঘটনার তথ্য সংগ্রহ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে মাছ বাজার নামক স্থানে পৌঁছালে ৫/৭ জন সন্ত্রাসী অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে নাজিমের ওরপ অতর্কিত হামলা চালায়। নাজিমের আত্মচিৎকারে বাজারের আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী সোহেল রানা,মিরাজুল ইসলামসহ তাদের বাহিনী পালিয়ে যায়। পরে সাংবাদিক নাজিমের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সাংবাদিক নাজিম ইসলাম বলেন, আমি থানা থেকে জমির বিরোধের তথ্য সংগ্রহ করে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা সোহেল রানা,মিরাজুল ইসলাম ও তার বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং আমার পকেটে থাকা ক্যামেরা কেনার জন্য ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, সাংবাদিক নাজিমের দায়ের করা অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া যাওয়ায় মামলাটি রেকোর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।