ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সেনা সার্জেন্ট জাবেদ আলীকে জীবননাশের হুমকি:ডিআইজিতে অভিযোগ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১৫, ২০২০ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের সাবেক সেনা সার্জেন্ট আলহাজ্ব জাবেদ আলী (৭৩) কে জীবননাশের হুমকি দিয়েছে ডাবল মার্ডার মামলার আসামীরা। ফলে (১১ নভেম্বর) সাবেক সেনা সার্জেন্ট আলহাজ্ব জাবেদ আলী রংপুর রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের আলহাজ্ব জাবেদ আলী (৭৩)। বর্তমান তিনি লালমনিরহাট পৌরসভাধীন ২নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক সেনা সার্জেন্টও ছিলেন। ৭৩ বছরে এ মানুষটি সম্পত্তি বেদখল উদ্ধারের যুদ্ধে মাঠে নামায় বারবার হুমকির শিকার হচ্ছে। ১৯-০৮-২০১৯ইং তারিখে আনা সম্পত্তি বেদখল রামখানা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম সরকার এর বাড়িতে সালিশ অনুষ্ঠিত হয়। উক্ত সালিশে মোঃ আজিজার রহমান (৫৫), মোঃ আনিছুর রহমান (২৮) গংরা কুড়িগ্রাম হইতে ৫০/৬০ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর বেষ্টনীতে বিচারকার্য চেয়ারম্যান বেদখলকৃত ওয়ারিশের সম্পত্তি উদ্ধারের বিপরীতে ধামাচাপায় বিচারকার্য সম্পন্ন করেন। কারণ সেখানে উপস্থিত ছিলেন ভয়ংঙ্কর ও জামিনে থাকা ডাবল মার্ডার মামলার আসামী। এছাড়াও তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলাও রয়েছে।

এসবের তোয়াক্কা না করে আলহাজ্ব মোঃ জাবেদ আলী গোটা পরিবারের অভিভাবকত্বের দাবিদার হিসাবে বিবেকের তাড়নায় পিতা-পুত্রে মিথ্যা ও জাল জালিয়াতির মামলায় নাগেশ্বরী সহকারী জজ আদালত কুড়িগ্রাম এর অন্য-৫৮/১৮নং। ফুলবাড়ী সহকারী জজ আদালতে অন্য ৪০/১৯, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল ৭৩/১৫, যাহার সূত্রপাত আজিজার রহমান নিজ জীবন রক্ষায় তাহার একমাত্র পুত্র আনিসুর রহমান এর বিরুদ্ধে মোবাইল কোর্ট নাগেশ্বরীতে স্বয়ং বাদী হইয়া তাহার একমাত্র পুত্র আনিসুর রহমান এর বিরুদ্ধে অভিযোগের জেরে মোবাইল কোর্ট কেস নং- ৯/১৪ এ সে ধৃত হইয়া কারান্তরীণ হয়। অবর্তমানে এডিএম কোর্ট কুড়িগ্রাম এ আপিল নং- ৪৬/১৪, ক্রিমিনাল আপিল ৭৩/১৫, মোকদ্দমা নং অন্য ৫৮/১৮, এসব মামলা দীর্ঘ ৫ বছর অতিবাহিত হলেও আইন আদালত কে বৃদ্ধাগুলি প্রদর্শন পূর্বক দাপটে চলছেন। উক্ত বিষয়ে বার সমিতির অভিযোগ করি। এদিকে জামিনে থাকা আসামী আনিসুর রহমান তার পিতা আজিজার রহমান উভয়ে একজোট ভূক্ত হইয়া ১৬ আনা সম্পত্তি গ্রাস একপর্যায়ে প্রার্থীর বিচ্ছিন্ন পূরণীয় ক্ষতিসাধন করেন।

এছাড়াও সাবেক সেনা সার্জেন্ট আলহাজ্ব জাবেদ আলীকে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকিধুমকি দিচ্ছেন।এঅবস্থায় ১৫-০৫-২০২০ইং তারিখে জমাজমির মামলাগুলির আক্রোশে পিতা-পুত্র একজোট ভূক্ত হইয়া নাগেশ্বরী থানার সাধারণ ডায়েরী নং- ৮৮০, তারিখ: ২১-০৭-২০২০ ইং এবং নাগেশ্বরী থানার নন এফআইআর প্রসিকিউশন নম্বর ১১/২০২০ তারিখ: ২৪-০৮-২০২০, ধারা- ৫০৬, পেনাল কোড উহা বিজ্ঞ আদালত তদন্তের অনুমতিতে এনজিআর ১/২০২০ নাগ নং মোকদ্দমায় আসামী জামিনে আছেন। উক্ত আনিসুর রহমান গংরা জামিন লাভের পর জাবেদ আলীকে জীবননাশের পরিকল্পনায় ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর সঙ্গে যোগসাজস করায় চিহ্নিত ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সাবেক সেনা সার্জেন্ট আলহাজ্ব জাবেদ আলী বলেন, আমাকে জীবননাশের হুমকি দিয়েছে ডাবল মার্ডার মামলার আসামীরা। ফলে আমি নিরুপায় হয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষে নিকট সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার গ্রহনের দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন