ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

আমি একজন শিল্পী, ভূমিদস্যু নই: পপি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক::জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এখন তুমুল আলোচনায় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা-সহ পরিবারের সদস্যরা। নায়িকার বিরুদ্ধে জিডিও করা হয়েছে।

এমন কাণ্ড নিয়ে যখন তুমুল আলোচনা তখন বিষয়টি নিয়ে মুখ খুলেন নায়িকা।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা পপি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালন-পালন করেছি, তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ।

তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না, তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো।’
তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয় জানিয়ে পপি বলেন, ‘আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট।

তারা সত্যকে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে।’

এরপর এই নায়িকা বলেন, ‘আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি, উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে। যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতাবোধও নেই।’

এর আগে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ এনে গত ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন।

আপনার মন্তব্য লিখুন