গাইবান্ধায় ৫ দফা দাবিতে ব্যাটারিচালিত যানবাহন চালকদের কর্মবিরতি!
রাশেদুল ইসলাম রাশেদ,গাইবান্ধা: ইজিবাইক ও অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকদের সকাল-সন্ধ্যা কর্মবিরতি চলছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা’র ডাকে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, শহরের প্রবেশমুখে অটোরিকশা ও ইজিবাইক ঢুকতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের নামিয়ে দিয়ে রিকশা ও ইজিবাইক ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। এছাড়া স্কুলের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
গাইবান্ধা পৌর প্রশাসন শহরের যানজট নিরসনে সপ্তাহে তিনদিন ইজিবাইক ও অটোরিকশা দুইভাগে চালানোর সিদ্ধান্ত নেয়। এরই প্রতিবাদে ব্যাটারিচালিত যানবহন চালকরা এই কর্মসূচি দেন।
jagonews24
বিজ্ঞাপন
Jagonews24 Google News Channel
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
চালকদের দাবিগুলো হচ্ছে- গাইবান্ধা পৌরসভায় ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, মিশুক ও ইজিবাইক চলাচলে পৌরসভার অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট বিআরটিএ কর্তৃক প্রদান ও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, গাইবান্ধা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণ করে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইজিবাইক স্ট্যান্ড নির্মাণ এবং বার্ষিক পৌর ফি ১ হাজার টাকা নির্ধারণ, গাইবান্ধা পৌরসভার টোকেন ও প্লেট বাণিজ্য, জুলুম হয়রানি বন্ধ কর পৌরসভায় চলাচলকারী চালকদের স্বল্পমূল্যে রেশনের ব্যবস্থা করা এবং প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইকসহ স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণ করা।