আনিসুর রহমান, কুড়িগ্রাম।। স্বাধীনতার মহান স্থপতি, বাংলার অবিসংবাদিত নেতা, রাজনীতির মহাকবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ।
রবিবার ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে কর্মসূচীর শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়।এর পরে বিনম্র শ্রদ্ধায় ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আঃ লীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু, হাসিনা, নৌকা স্লোগানে গোটা শহরকে প্রকম্পিত করে তোলে।মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ:জাফর আলী (সাবেক এমপি), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমদ মঞ্জু, নবনির্বাচিত পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সাম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মমিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, ছাত্রনেতা রাজু আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।