স্টাফ রিপোর্টার:: দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা ও তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার একাধিক মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।
সোমবার(২৫ নভেম্বর ২০২৪) এই কার্যক্রমের অংশ হিসেবে তারা শিক্ষার্থীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত সংগ্রহ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মো. জামিল হোসেন মুরসালিন। তারা বলেন, “আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে। আমাদের লক্ষ্য শিক্ষাঙ্গনে ভয়মুক্ত পরিবেশ তৈরি করা এবং ত্রাসের রাজনীতির অবসান ঘটানো। আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতিতে সংস্কার আনতে চাই।”
তারা শিক্ষার্থীদেরকে বিএনপির ক্ষমতায় আসার পর দেশ পরিচালনার জন্য প্রস্তাবিত ৩১ দফার পরিকল্পনা এবং তারেক রহমানের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।
শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে প্রতিবন্ধকতা, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ভাবনার গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়তে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা তাদের মতামতের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত কমিটি গঠন করব।”
মতবিনিময় চলাকালে ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে একটি বুকলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের বার্তা নিয়ে আমরা সারাদেশে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। শিক্ষার্থীদের চিন্তাধারা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তাদের ইতিবাচক সাড়া পাচ্ছি, যা আমাদের কাজকে আরো গতিশীল করবে।”
এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সিনিয়র সহসভাপতি রাজিউল আলম রনি এবং অন্যান্য জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের মাধ্যমে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানিয়ে তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বলে নেতৃবৃন্দ জানান।