প্রধানমন্ত্রীর উদ্যেগে দেশের হতদরিদ্র্য ৭ টি জেলাকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নেয়ার জন্য বিশেষ প্রকল্প”ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট(আইএসপিপি) -যত্ন এর মাধ্যমে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে ৮৩৬ জন উপকারভোগীর মাঝে ৩৮ লক্ষ ৫৫ হাজার ৪০০ টাকা বিতরন করা হয়।
(১৫ নভেম্বর)কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে( ispp)যত্ন প্রকল্পের আয়ওতায় উপকারভোগী মা ও শিশুর মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
অত্র ইউনিয়নের উপকার ভোগী” মা “সম্পুর্ন ডিজিটাল পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে সামাজিক দুরত্ব মেনে গ্রহন করেন,টাকা বিতরন কালে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,আইএসপিপি -যত্ন প্রোগ্রামের উপজেলা সেফটিনেট অফিসার খোদাজাত মিজান,শফিকুর ইসলাম, সহ নাগেশ্বরী উপজেলার সব ইউনিয়নের সেফটিনেট অফিসার বৃন্দ।
উল্লেখ্য নাগেশ্বরী উপজেলায় এক কোয়াটার অর্থাৎ তিন মাসের ৭ কোটি ৬৫ লক্ষ বিতরন করা হবে।