ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারককে জুতা নিক্ষেপের দায়ে নারীর দুই মাসের কারাদণ্ড

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ৭, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারককে জুতা নিক্ষেপের দায়ে মোছা. মিনারা আক্তার নামের এক নারী আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী (অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন।

রায় ঘোষণার পর দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদালতের হাজতখানায় ওই নারী আসামির সঙ্গে তার চার বছরের সন্তানকেও রাখা হয়। পরিবারের কোনো সদস্য না আসায় আইনজীবীর সহকারী জোর করে আসামিকে কাঁদিয়ে হাজতে নিয়ে যান, যার ফলে আদালত প্রাঙ্গণে কান্নাকাটি এবং ছোটাছুটির দৃশ্য দেখা যায়।

দণ্ডপ্রাপ্ত মিনারা আক্তার সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। গত বছরের ১১ ডিসেম্বর আদালত অবমাননা ও হট্টগোল সৃষ্টির অভিযোগে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে সিআর (নালিশি) মামলা করেন।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে ২০২২ সালের ৫ ডিসেম্বর ডাঙ্গাপাড়ায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াকুব আলী নিহত হন। এ ঘটনায় ইয়াকুবের মেয়ে মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১১ ডিসেম্বর মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক ১৬ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এতে সংক্ষুব্ধ হয়ে মিনারা বিচারককে উদ্দেশ্য করে এজলাসে নিজের পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।

আপনার মন্তব্য লিখুন