সুন্দরগঞ্জে শুরু হয়েছে শীতের আমেজ
সকালের ঘন কুয়াশায় আচ্ছন্ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জনপদ। মৃদু ঠান্ডা বাতাসসহ শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় সিক্ত হচ্ছে প্রকৃতি। হেমন্তের শুরুতে একেবারে শীতের আমেজ। যদিও শীতকাল আসতে এখনো দুই মাস বাকি।
এ উপজেলায় এক সপ্তাহ ধরে আবহাওয়া একটু অন্য রকম থাকছে। দিনের বেলা রোদ আর কিছুটা গরম থাকলেও বিকেল থেকে হালকা ঠান্ডা লাগছে। বাসাবাড়িতে রাতের বেলা বন্ধই থাকছে বৈদ্যুতিক পাখা। শেষ রাতের দিকে আবার গায়ে চাদর জড়াতে হচ্ছে এ জনপদের মানুষকে। এদিকে ধানের ডগায় ফোঁটা ফোঁটা শিশির বিন্দু সূর্যের আলোয় চিকচিক করে মুক্ত দানার মতো। ধুম পড়েছে শহর ও গ্রামাঞ্চলে পিঠা বিক্রির।
আবহাওয়া অফিস বলছে এখন থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমায় এবার আগাম শীতের আভাস পাওয়া যাচ্ছে উত্তরের জনপদে। দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের বিষয়টি নিয়ে আগাম তদারকিও চলছে বলে জানান সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন।
রাশেদুল ইসলাম রাশেদ,গাইবান্ধা
01740692923