রাশেদুল ইসলাম রাশেদ: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থী দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও তার সহপাঠীদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গাইবান্ধাবাসী ও শিক্ষার্থীরা। একই সাথে ঢামেকের মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সঞ্জয়ের মুক্তির দাবিও জানান তারা।
বুধবার (৪ সেপ্টেম্বর) শহরের গানাসাস মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন গাইবান্ধাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু , বোন মারজিয়া ইসলাম, ভাই বাঁধন ইসলাম ও শাওন ইসলাম, বন্ধু তামজিদ রায়হান শিথিল, রাশেদ বাবু, তন্ময়, শ্রাবণ, আব্দুল্লাহ সানিসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, টাকা না দেওয়ার দুর্ঘটনায় আহত দীপ্তর চিকিৎসা করা হয়নি। ঢামেকের চিকিৎসকদের অবহেলায় দীর্ঘ নয় ঘণ্টা হাসপাতালে অক্সিজেন অভাবে মারা যায় দীপ্ত। আমরা এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি চাই। দীপ্তর সহপাঠীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে। একই সাথে ঢামেকের চিকিৎসক ও রোগীদের উপর হামলার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার সঞ্জয়কে বিনা শর্তে মুক্তি দিতে হবে।
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাতে কুর্মিটোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্ত (২৩)। পরে তাকে এক পথচারী ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরদিন শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।