নেত্রকোনার মদন পৌরসভায় ডাস্টবিন না থাকায় একমাত্র বিদ্যাপীঠ মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পৌরসভার ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে বাসা বাড়ির একমাত্র ডাস্টবিন এ বিদ্যালয়টি। এতে শিক্ষার্থীসহ পথচারীদের যাতায়াতে দারুন দুর্ভোগ ও পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। ফলে নাক চেপে চলাচল করতে হয় শিক্ষার্থীসহ পথচারীদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন পরিবেশ অধিদপ্তর আগারগাঁও, ঢাকা সহ বিভিন্ন দপ্তরে বিদ্যালয় খেলার মাঠকে পরিবেশ নষ্ট থেকে রক্ষা করার জন্য আবেদন করলেও এর কোন পদক্ষেপ নেয়নি পরিবেশ অধিদপ্তর। এমনকি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার বিষয়টি আলোচনা হলেও কোন সুরাহা হয়নি।
বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়ের মাঠ এখন শুধু ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, সুয়েজ লাইনের ময়লা মাঠের সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থী চাকরিজীবী কর্মচারী হাসপাতালের রোগী ও এলাকাবাসীকে নাক বন্ধ করে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে খেলাধুলা থেকে।
এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষকরা দুঃখ প্রকাশ করে বলেন, ইউএনও অফিস ও উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ১০০-২০০ মিটারের মধ্যে উপজেলা সদরের একমাত্র বালিকা বিদ্যালয়ের খেলার মাঠের করুন অবস্থা খুবই দুঃখজনক। জরুরী ভিত্তিতে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ কামনা করছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন বলেন, এ বিষয়টি নিয়ে একাধিকবার মাসিক সমন্বয় সভায় পৌর মেয়র ও পরিবেশ অধিদপ্তরে আলোচনা করলেও কোন কাজ হচ্ছে না।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনামুল হক বলেন, বিদ্যালয়ের মাঠ খেলাধুলার উপযোগী করার জন্য তিনি বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। তিনি আশা করেন অচিরেই বিয়য়টির সুুুুরাহা হবে ।