ঢাকাশুক্রবার , ২৩ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ২৩, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্ত্রীর পরকিয়ার বলি স্বামী ইসমাইল হোসেন (৪৮) হত্যার অভিযোগে ইতি মনি (৩৫) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। আটক ইতি মনি ইসমাইল হোসেনের স্ত্রী এবং সদর উপজেলার দুরাকুটি গ্রামের জগদীশ চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ বছর আগে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইতি মনি নাম রেখে ইসমাইল হোসেনকে বিয়ে করেন ইতি মনি। বিয়ের কয়েক বছর পর ইতি মনি অন্য এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এরপর থেকে বিভিন্ন মানুষের কাছে টাকা ধার/ঋণ নিয়ে পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে ইতি মনি তার স্বামী ইসমাইল হোসেনকে চাপ প্রয়োগ করতে থাকে। এতে চরমভাবে তাদের দু’জনের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাদের ঘরে দু’জনের মধ্যে বিবাদ সৃষ্টি হলে ইতি মনি প্রথমে তার স্বামী ইসমাইল হোসেনকে দা দিয়ে আঘাত করে। সেই আঘাত পেয়ে ইসমাইল হোসেনের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে বিবাদ মীমাংসা করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় ইতি মনি কৌশলে স্বামীর গোপনাঙ্গে আঘাত করলে এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতি মনিকে আটক করে পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে সোপর্দ করেন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ইসমাইলের মরদেহ সুরতহাল করে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম জানান, ইতি মনি পরকীয়া করতেন। সেটাতে বাধা দেওয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা ঘাতকের বিরুদ্ধে মামলা দায়ের করবো।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতি মনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন